স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : ভোট আসে ভোট যায়। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে না এলাকাবাসীর। জরাজীর্ণ বাঁশের সাকু দিয়ে যাতায়াত করতে হয় সকলকে। এ দৃশ্য এবং অভিযোগ আগরতলা মধ্য প্রতাপগড় বঙ্গেশ্বর নদীর উপর যাতায়াত করার একমাত্র সম্বল বাঁশের সাঁকোটি। আগে এলাকায় এপার থেকে ওপারে যাতায়াতের জন্য কাঠের সেতু ছিল।
সেই সেতু বেশ অনেক বছর ধরে ভগ্নদশা হয়ে পড়ে রয়েছে। কিন্তু এলাকায় যাতায়াত করার জন্য এই সেতুটির উপর নির্ভরশীল ছিল মানুষ। কিন্তু পরবর্তী সময়ে বিকল্প একটি বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হয়েছিল। এই বাঁশের সাঁকোটিও যতদিন যাচ্ছে আস্তে আস্তে দুর্বল হচ্ছে। কিছু কিছু জায়গা দিয়ে বাঁশ ভেঙ্গে গেছে। এবং এই সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনাও হচ্ছে বলে জানায় এলাকাবাসী। সবচেয়ে বড় বিষয় হলো রোগী নিয়ে যাতায়াত করতে বিপাকে পড়ে এলাকাবাসী। জরাজীর্ণ এই সেতু দ্রুত সংস্কার করার জন্য দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। কারণ দীর্ঘ দিন ধরে এভাবে করে রয়েছে সেতুটি। এলাকার শত শত পরিবার এই সেতু দিয়ে যাতায়াত করছে। কবে নাগাদ এর দুর্ভোগ পোহানো বন্ধ হবে তা জানা নেই এলাকাবাসীর।