Monday, October 2, 2023
বাড়িরাজ্যএন এস ইউ আই -র ডেপুটেশন

এন এস ইউ আই -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করল এন.এস.ইউ.আই। রাজ্য সরকার ইতিমধ্যে ৮৮ টি বিদ্যালয়কে বিদ্যা জ্যোতি প্রকল্পে সি.বি.এস.সি-র আওতায় নিয়ে গেছে। ফলে এই বছর যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে সি.বি.এস.সি-র নিয়ম অনুযায়ী ইংরেজি অথবা হিন্দি ভাষায় পরীক্ষা দিতে হবে।

 ছাত্র-ছাত্রীদের উপর জোর পূর্বক ইংরেজি ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে এইদিন শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে প্রদেশ এন.এস.ইউ.আই। সংগঠনের নেতৃত্বদের দাবি যে সকল ছাত্র-ছাত্রীদের উপর জোর করে ইংরেজি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই সকল ছাত্র-ছাত্রিরা এতদিন বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে এসেছে। ইংরেজি ভাষায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ঐসকল ছাত্র-ছাত্রীদের সমস্যায় পড়তে হবে। এইটা কাম্য নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য