স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : ২৩ ধনপুর এবং ২০ বক্সনগরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবং নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করেছে। তাই ভোটার, নিরাপত্তা কর্মী এবং ভোট কর্মীদের প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
এবং অভিনন্দন জানানো হচ্ছে। মঙ্গলবার ভোট শেষ হওয়ার পর প্রদেশ বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন উপনির্বাচনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গত দু মাস ধরে নিরলস ভাবে পরিশ্রম করে দলের কার্যকর্তাদের সহযোগিতা করেছেন। এর জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন আশা ব্যক্ত করে বলেন, উপ নির্বাচনে দুটি বিধানসভার কেন্দ্রেই শাসক দল বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। কারণ মানুষ উন্নয়নের কথা চিন্তা করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। এবং সেটা স্পষ্ট হয়ে গেছে জন সম্পর্ক অভিযানে গিয়ে। মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। আর সেই নিরিখে মানুষ ভোট প্রদান করেছে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়।