Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমহিলাদের স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

মহিলাদের স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : মহিলারা আর্থ সামাজিক দিক থেকে উন্নত না হলে একটা সমাজ এগিয়ে যেতে পারে না। রাজধানীর রামনগর ৫ স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারি ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত রাখী বন্ধন উৎসবে আলোচনা করতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রজাপিতা ব্রহ্মকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বোনরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে রাখি পড়িয়ে দেন।

 অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এইদিন মহিলাদের স্বাবলম্বী করার উপর গুরুত্ব দেন। তিনি বলেন মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। মহিলাদের স্বাবলম্বী করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে সব দিক দিয়ে মহিলারা এগিয়ে যাচ্ছে। বর্তমানে মেয়েরা কোন অংশে পিছিয়ে নেই। মহিলারা আর্থ সামাজিক দিক থেকে উন্নত না হলে একটা সমাজ এগিয়ে যেতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের মানুষ রাজ্যে নাস্তিকের পরিবেশ দেখেছে। বহুদিন বাদে ত্রিপুরা রাজ্যে আস্তিকের পরিবেশ গড়ে উঠেছে। যে যত বেশি নাস্তিক হবে, তার তত বেশি মনুষ্যত্ব হ্রাস পায় বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও আলোচনা করেন নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে এইদিন এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য