Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপ্রধান রেফারেল হাসপাতালে নার্সের সংকট, বললেন এম এস

প্রধান রেফারেল হাসপাতালে নার্সের সংকট, বললেন এম এস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : জিবি হাসপাতালে রোগীর তুলনায় নার্সের সংকট রয়েছে এ বিষয়ে বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে জানান হাসপাতালের এম এস শংকর চক্রবর্তী। তিনি বলেন হাসপাতালে নার্সের সংকট থাকলেও পরিষেবা বন্ধ হয় না, কিন্তু পরিষেবার গতি অনেকটাই কম হয়। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে নার্স হাসপাতালে থাকলে সময়মতো রোগীদের পরিষেবা দেওয়া যায়।

 কিন্তু পর্যাপ্ত পরিমাণে নার্স না থাকায় সময়মতো রোগীদের পরিষেবা দেওয়া যাচ্ছে না। তিনি বলেন নার্সের নিয়োগ প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে, তাই সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে শতাধিক নার্স যাতে জিবি হাসপাতালে পোস্টিং দেওয়া হয়। তাহলে সুপার স্পেশালিটি বিভাগের কিছু নার্স দেওয়া যাবে। এছাড়াও বিভিন্ন বিভাগে নার্স দেওয়া যাবে বলে জানান তিনি। তিনি আরো জানান, করোনা অতিমারির সময় ১০০ জন নার্স নিয়োগ করা হয়েছিল। সে সময় যাদের নিয়োগ করা হয়েছিল তারা নার্সিং কোর্স করে মাত্র কাজে যোগদান করেছে। কিন্তু তারা ওয়ার্ডগুলিতে দায়িত্ব পালন করার মতো অভিজ্ঞতা সম্পন্ন নয়। তাই তাদের অতিমারের সময় সহযোগী হিসেবে রাখা হয়েছিল বলে জানান জিবি হাসপাতালে এম সি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও জানা যায়, লক্ষ্য করা যাচ্ছে হাসপাতালে বেড়াচ্ছে লিভার ফেলিওর সংখ্যা। ৩৫ শতাংশের মতো ব্রেন স্টোকের সংখ্যাও লক্ষ্য করা যাচ্ছে রোগীদের মধ্যে। তবে ৩৬-৪৫ বছর বয়সী মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে লিভার ফেলিওর এবং হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেশি। একইভাবে ২৬ বছর থেকে ৩৫ বছরের মধ্যে কিডনি জনিত সমস্যার সংখ্যা বাড়ছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরো জানা যায় দুটি মেডিসিন ওয়ার্ড এবং দুটি আইসিইউ রয়েছে। কিন্তু মহিলাদের জন্য বর্তমানে একটি মেডিসিন ওয়ার্ড রয়েছে বলে জানান চিকিৎসকরা। সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি এমএস কনক চৌধুরী সহ অন্যান্য চিকিৎসকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য