স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত প্রতিবেশী এক যুবক। দোষীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় খোয়াই জেলা স্পেশাল পকসো আদালত। একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জানা যায়, ঘটনাটি ঘটে ২০১৯ সালের। খোয়াই থানার অন্তর্গত সিপাইহাওর গ্রামে জনৈক ব্যক্তির ১৬ বছরের অন্ধ নাবালিকা মেয়েটির মা মারা যায়।
বাবা রিক্সা শ্রমিক। রিক্সা নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন। দৃষ্টিহীন নাবালিকা মেয়েটি বাড়িতে থাকতো একা। ২০১৯ সালের দৃষ্টিহীন নাবালিকা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে গর্ভবতী। পরবর্তী সময় নাবালিকা তার বাবাকে জানায় প্রতিবেশী যুবক সুজিত তাঁতি জোরপূর্বক ধর্ষণ করেছে। দীর্ঘ চার মাস যাবত অভিযুক্ত সুজিত এই ঘটনা সংঘটিত করে আসছে। পরবর্তী সময়ে ২০১৯ সালে ১২ ফেব্রুয়ারি থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলা বৃহস্পতিবার আদালত সুজিত তাঁতিকে দোষী সাব্যস্ত কর আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়।