Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যজল সংকটের প্রতিবাদে পথ অবরোধ

জল সংকটের প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট :  দীর্ঘ পাঁচ দিন যাবৎ পানীয় জল সংকটে রাস্তায় নামতে বাধ্য হল গ্রামবাসী। এদিন গ্রামবাসী পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে আমবাসা রেল স্টেশন যাওয়ার রাস্তায়। এলাকাবাসীদের অভিযোগ প্রায় পাঁচ দিন ধরে তাদের এলাকায় জল আসছে না। তাই একপ্রকার বাধ্য হয়ে আমবাসা পুর পরিষদের ১৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা পথ অবরোধে বসে দুপুর দুটা নাগাদ।

প্রায় ৩০ মিনিট পথ অবরোধ  চলার পর ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ এবং আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। পরবর্তী সময়ে ছুটে আছেন ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিক। কথা বলেন এলাকাবাসীর সাথে। এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন এদিন বিকেল পাঁচটার মধ্যে জল পৌঁছে যাবে। এই আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় ১৩ নং ওয়ার্ডের এলাকাবাসীরা। ডি ডব্লিউ এস দপ্তরের এক আধিকারিক জানান, জলের উৎস স্থলে নদীতে যে বাঁধ তৈরি করা হয়েছিল সেই বাঁধ বন্যার জলে ভেঙ্গে যায়। তাই জল সরবরাহে বিঘ্ন হয়। তড়িঘড়ি করে নদীতে দেওয়া বাঁধ মেরামত করা হয়। ইতিমধ্যেই পানীয় জল সরবরাহ নিয়মিত হবে। কিন্তু এদিন পথ অবরোধের ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যান চালকদের। এবং সঠিক সময়ের মতো স্টেশনে পৌঁছাতে পারে নি যাত্রীরা। শেষ পর্যন্ত পায়ে হেঁটে রওনা হয় রেলস্টেশনের উদ্দেশ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য