স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হলো টমটম চালক। ধৃতের নাম আলকাস মিয়া। তার বাড়ি দক্ষিন জয়নগর এলাকায়। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় ছিনতাই করে নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন। শুক্রবার তাকে আদালতে তোলা হবে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ আগস্ট রাজধানীর ধলেশ্বর এলাকার বাসিন্দা দিপ্তি দত্ত পরিবারের পুজো দিতে জগন্নাথ মন্দিরে যান।
পরে জগন্নাথ মন্দির থেকে টমটমে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির সামনে আসার পর পরিবারের অন্যান্যরা টমটম থেকে নেমে বাড়িতে যায়। দিপ্তি দত্তর কোলে ছিল তার নাতি। আর এই সুযোগ বুঝে টমটম চালক দিপ্তি দত্তর ব্যাগ ও মোবাইল ফোন টমটম থেকে নিয়ে পালিয়ে যায়। নিরুপায় হয়ে দিপ্তি দত্ত পূর্ব আগরতলা থানার দ্বারস্থ হয়। থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে নিজ বাড়ি থেকে আটক করে টমটম চালক আলকাস মিয়াকে। তার বাড়ি থেকে উদ্ধার হয় দীপ্তি দত্তর ব্যাগে থাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন। পূর্ব আগরতলা থানার ওসি জানান পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত আলকাস মিয়াকে আদালতে সোপর্দ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আগরতলা শহরে এই ধরনের ছিনতাইয়ের ঘটনার সাথে কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হবে। এখন দেখার বিষয় পুলিশ কতটা সফলতা অর্জন করতে সক্ষম হয়।