Tuesday, December 3, 2024
বাড়িরাজ্য২৪ ঘন্টা ভরসা একজন দমকল গাড়ি চালক, হতাশ দমকল গাড়ি চালক

২৪ ঘন্টা ভরসা একজন দমকল গাড়ি চালক, হতাশ দমকল গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট :  ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে হচ্ছে মনুঘাট ফায়ার স্টেশনের এক দমকল গাড়ি চালকের। এই গাড়ির চালকের নাম ওসমান আলী। তিনি মানসিক অবসাদে ভুগছে বলে জানিয়ে সমস্যাটি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, প্রশাসনিক স্তরে জরুরি পরিষেবার দায়িত্বে রয়েছে অগ্নি নির্বাপক দপ্তর। আর এই পরিষেবা দিতে ২৪ ঘন্টায় ডিউটিতে থাকতে হয় তাদের।

তার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ শিফটিং এর মাধ্যমে তাদেরই পরিসেবাকে চালিয়ে রাখে। কিন্তু মনুঘাট অগ্নি নির্বাপক দপ্তরের অন্য চিত্র, সেখানে জরুরী পরিষেবা দিতে যে গাড়িটি রয়েছে তা একজন চালক দিয়ে ২৪ ঘন্টা ডিউটি করানো হচ্ছে। যা নজিরবিহন। অথচ দায়িত্বপ্রাপ্ত অফিসার থেকে শুরু করে অন্যান্য দমকল কর্মীরা মাসে ১৪-১৫ দিন ছুটি নিয়ে বাড়িতে বসে থাকছে। অথচ চালক ওসমান আলী বাজার করে নিজের খাবারটুকু খাওয়ার সময়টুকু পান না। তাই দিনের পর দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে মানসিক অবসাদে শিকার হচ্ছেন। দমকল গাড়ি চালক ওসমান আলী জানান মনু অগ্নি নির্বাপক দফতরের দায়িত্বে থাকা অফিসারকে বিষয়টি জানাতে গেলে দুর্ব্যবহার করা হয়েছে। জেলা অগ্নি নির্বাপক দফতরের যে আধিকারিক রয়েছে উনার সাথে কথা বলেও কোন সুরাহা হয়নি। এমতাবস্থায় তিনি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে আনতে চাইছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য