স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : নিয়মিত বেতনের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হল শান্তিরবাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও নির্দষ্ট সময়ে তারা বেতন পাচ্ছে না।
এই সুইপাররা কাজে যোগদান করার পর থেকে সংশ্লিষ্ট কোম্পানির আধিকারিকরা তাদের সাথে কোন ধরনের যোগাযোগ করে নি এখনো পর্যন্ত। ফলে এই সুইপাররা কার অধিন কাজ করছে তাও তারা জানতে পারছে না। তাই মঙ্গলবার থেকে হাসপাতালের সাফাই কর্মীরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছে। তাদের দাবি দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানির লোকজন তাদের সাথে যোগাযোগ করতে হবে। অন্যথায় তারা কাজ শুরু করবে না।