Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপুলিশ সেজে টমটম চুরি শহরে, মামলা নিয়ে পুলিশের তালবাহানা

পুলিশ সেজে টমটম চুরি শহরে, মামলা নিয়ে পুলিশের তালবাহানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : শহরের নিরাপত্তা ব্যবস্থা আবারো প্রশ্নের মুখে। জনবহুল এলাকায় সিভিল ড্রেসে পুলিশের পরিচয় দিয়ে রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র থেকে এক নিরীহ টমটম চালকের টমটম নিয়ে পালিয়ে গেল চোরেরা। ঘটনা বুধবার রাতে রাজধানীর বটতলা এলাকায়। চন্দ্রপুর এলাকার বাসিন্দা পেশায় টমটম চালক শ্যামল দাস এদিন নিজের টমটম নিয়ে এডি নগরের উদ্দেশ্যে যাওয়ার সময় বটতলা এলাকায় টমটম দার করায় এক ব্যক্তি।

 সিভিল ড্রেসে থাকা সেই ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে টমটম চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চায়। টমটম চালক কোন কাগজ দেখাতে পারেন নি। তারপর পুলিশ নামধারী সেই ব্যক্তি টমটম চালককে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার জন্য বলে। জরিমানার টাকা আনতে টমটম চালক বাড়িতে যান। বাড়ি থেকে ফিরে এসে দেখতে পান বটতলা এলাকায় রেখে যাওয়া শ্যামল দে -র টমটমটি নেই। পরে টমটম চালক শ্যামল দাস ছুটে যান বটতলা ও এডি নগর থানায়। কিন্তু সেখানে গিয়েও তার টমটমের কোন হদিস পাননি। শহরের বুক থেকে পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় টমটম চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আগরতলা শহরে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। গাড়ির নম্বর টি আর ০১ ই আর ২১৬০। তবে আরও একটি আশ্চর্য বিষয় হলো পশ্চিম থানায় মামলা করতে গেলে পুলিশ টমটম চালকের রিসিভ কপি দেয়নি। এর পেছনে মূলত কি রহস্য রয়েছে সেটাও চিন্তার বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য