স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : পছন্দের সরকার নির্বাচিত করা হয়েছিল, কিন্তু এই সরকারের জামানায় বেকার বঞ্চনা অপ্রত্যাশিত। এই হতাশার সুর রাজ্যের বেকারদের। জে আর বি টি -র মাধ্যমে লোক নিয়োগ করতে সরকার তিন বছর কাটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত নিয়োগ হয় নি। রাজপথে ঘুরে বেড়াচ্ছে চাকুরি প্রত্যাশী লক্ষ লক্ষ বেকার। বিনা অপরাধে স্বাধীনতা অমৃত যুগে তারা বঞ্চিত। এই অভিযোগ তারা সরকারের বিরুদ্ধে তুলে রবিবার সিটি সেন্টারে সমবেত হয়েছে।
তাদের অভিযোগ তিন বছর হয়ে গেছে। এখন পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্যপদ পূরণ হয়নি। প্রতিদিন শত শত বেকার যুবক বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু তাদের জন্য সরকারের কোন চিন্তা ভাবনা নেই। গত ৬ জুন গ্রুপ সি -র মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। এখন পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কোন নাম গন্ধ নেই। গ্রুপ ডি -র মৌখিক পরীক্ষা পর্যন্ত হচ্ছে না। গত ১৩ জুলাই পবিত্র বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন হঠাৎ একদিন মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই হঠাৎ এতদিনেও আসে নি, আজ ৩০ জুলাই। আগামী দু’দিনের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান চাকুরি প্রত্যাশীরা। তারা এদিন আরো বলেন, প্রধানমন্ত্রী আহ্বানে অমৃত মহোৎসব গোটা দেশে পালন করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এ রাজ্যের সন্তানরা বেকার হয়ে বঞ্চনার শিকার হচ্ছে। রাজ্যের জন্য কিছু করতে না পেরে জীবন বৃথা বলে মনে করছে। এবং মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি তারা বলেন, যদি কোন বেকারের কোনভাবে অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে এর জন্য দায়ী হবেন মুখ্যমন্ত্রী। এদিন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি।