স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : মঙ্গলবার রাতে আমবাসা থানাধীন কাঠালবাড়ি মগপাড়া এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে পুলিশ আটক করেছে নগদ চল্লিশ লক্ষাধিক টাকা। পুলিশ একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে এই নগদ অর্থের পাশাপাশি তিনজনকে আটক করেছে। ধৃতদের নাম রাজিব হোসেন, বাড়ি তেলিয়ামুড়ায়, নয়ন দেবনাথ, বাড়ি তেলিয়ামুড়া রাজনগর এলাকায় ও আক্তার হোসেন বাড়ি তেলিয়ামুড়া রাজনগরেই।
পুলিশ তাদের আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে শিলচর, ধর্মনগর এবং কুমারঘাট থেকে ট্রান্সপোর্টের অর্থ আনতে যায় ধৃত তিনজন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ বেআইনি টাকাগুলি আটক করে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে। পাশাপাশি পুলিশ টি আর ০৬ সি ০৫৪০ নম্বরের মারুতি গাড়িটি আটক করেছে। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বহু রহস্য বের হয়ে আসতে পারে। এবং সহসাই এই ঘটনার সাথে জড়িত মূল পান্ডাকে জালে তুলতে পারবে বলে মনে হচ্ছে পুলিশ।