Saturday, May 24, 2025
বাড়িরাজ্যপ্রধান রেফারেল হাসপাতাল থেকে বের করে দেওয়া হল রোগীকে

প্রধান রেফারেল হাসপাতাল থেকে বের করে দেওয়া হল রোগীকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : মানবতার ছিটেফোঁটা পর্যন্ত নেই প্রধান রেফারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের মধ্যে। পকেট ভর্তি টাকা না থাকলে মিলবে না সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা। তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। কারণ হাসপাতালে গিয়ে স্যার ম্যাডামদের কাছ থেকে সেবা সুস্থতা পেতে গেলে লাগবে অর্থ। বেলায় বেলায় ৫০০ টাকা করে রাখতে হবে নার্স। না হলে মিলবে না সেবা। এরই প্রমাণ মিলল শনিবার।

এদিন সকালে হাসপাতালে ট্রমা সেন্টারে এক রোগীকে নগ্ন করে হাসপাতালে বাইরে খোলা আকাশের নিচে রেখে যায় স্বাস্থ্যকর্মীরা বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে থাকা রোগীর পরিজনদের অভিযোগ এদিন সকালবেলা সংবাদ মাধ্যমের ক্যামেরার আড়ালে স্বাস্থ্যকর্মী এই রোগীকে বাইরে ফেলে দিয়ে যায়। পরবর্তী সময় সংবাদ মাধ্যম ঘটনাস্থলে গেলে স্বাস্থ্যকর্মীরা ছুটে আসে। তারা দাবি করেন কিভাবে ট্রমা সেন্টারের বাইরে রোগী এসেছে তা বলতে পারছে না। এক মহিলা স্বাস্থ্যকর্মী জানান, সকাল থেকেই খোঁজাখুঁজি করছেন এই রোগীকে। কিন্তু সন্ধান পায়নি। এই রোগী শয্যাশায়ী এবং উঠে বসার মতো শারীরিক শক্তি নেই তার, সেই রোগী নাকি হাসপাতালের ব্যাড ছেড়ে বাইরে এসে শুয়ে আছে। এবং তাদের নাকি নজরে পড়েনি। এই মহিলা স্বাস্থ্যকর্মীর মুখে হাসিতে কিছুটা ইঙ্গিত বহণ করছেন কে বের করে দিয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত এই রোগীকে। অপরদিকে এক পুরুষ স্বাস্থ্যকর্মী জানান রিনা সাহা নামে এক স্বাস্থ্যকর্মী এই রোগীকে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন। এদিকে অসুস্থ ব্যক্তি জানান তার নাম সমীর। তার কেউ নেই। তার মুখে কথা আটকাচ্ছে। কি রোগে আক্রান্ত তা বলে বোঝাতে পারছে না। তবে হাসপাতালে প্রতিদিন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের একের পর এক অমানবিক ঘটনায় কলঙ্কিত হচ্ছে প্রধান রেফারেল হাসপাতাল। সংবাদ মাধ্যমে এ খবরগুলি প্রকাশিত হওয়ার পর রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে ছিঃ ছিঃ রব উঠছে। কিন্তু একটি প্রধান রেফেলের হাসপাতালে এ ধরনের অমানবিক চিকিৎসক এবং অমানবিক স্বাস্থ্যকর্মী রয়েছে সেটা অনেকেরই অভিজ্ঞতার বাইরে। কিন্তু এদিন স্বাস্থ্যকর্মীরা যে ঘটনাটি সংঘটিত করেছে তার পেছনে কোন বড় মদতদাতা নেই, তা বলা যায় না। নিশ্চয়ই কোন আধিকারিকের নির্দেশে এটা করেছেন স্বাস্থ্য কর্মীরা। তবে কতটা সুষ্ঠু তদন্ত হবে সেটা জানা নেই। কিন্তু এটাই যে প্রদান রেফারেল হাসপাতালে পরিষেবা সেটা আরো একবার আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে এদিন। যাইহোক রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ প্রায়ই উঠে আসে। এবার এক অমানবিক দৃশ্য প্রকাশ্যে এলো। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ পরিষেবা নিতে হাসপাতালে ছুটে আসেন। অভিযোগ কর্তব্যরত একাংশ কর্মীর ব্যবহারে তিক্ত অভিজ্ঞতা নিয়েই অনেকে বাড়ি ফিরছেন। এর মধ্যেই আবারো জিবি হাসপাতালের রোগীর সঙ্গে একাংশ স্বাস্থ্য কর্মীর অমানবিক আচরণ সামনে উঠে এলো।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!