Sunday, January 26, 2025
বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে উত্তপ্ত কৈলাসহর মুসলিম পল্লী এলাকা, চলে রাস্তা অবরোধ

পানীয় জলের দাবিতে উত্তপ্ত কৈলাসহর মুসলিম পল্লী এলাকা, চলে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : চাকরির অফার নিয়ে দুই ভাইয়ের টানাটানিতে ভুক্তভোগী গ্রামবাসী। অবশেষে কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের মুসলিম পল্লী এলাকায় পানীয় জলের দাবিতে গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার। অবরোধকারী গ্রামবাসীরা জানায়, কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের মনু নদীর পাশে অবস্থিত মুসলিম পল্লী এলাকায় দুইশো থেকে আড়াই শতাধিক পরিবারের বসবাস। এই মুসলিম পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে।

 মনু নদীর জলই গ্রামবাসীদের পানীয় জলের একমাত্র ভরসা ছিলো। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে জানায় গত এক বছর পূর্বে মুসলিম পল্লী এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন বসানো হয়েছিলো। বিগত দুই মাস পূর্বে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন বসানোর কাজ সম্পন্ন হবার পর জল সরবরাহ শুরু হলেও প্রায় দশ দিন পানীয় জল সরবরাহের পর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি তালাবন্ধী করে দেয় গ্রামের আবাদুর রহমান নামে এক যুবক। আরো অভিযোগ, গ্রামের দুই স্থায়ী বাসিন্দা আবাদুর রহমান এবং আকাদুর রহমান। তারা দুইজন আপন ভাই। ছোটো ভাই আকাদুর রহমানের জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পর ছোট ভাই আকাদুর রহমানকে ঘুমে রেখে বড় ভাই আবাদুর রহমান নিজের নামে পাম্প অপারেটরের চাকুরি হাতিয়ে নেয়। শেষ পর্যন্ত ছোট ভাই আকাদুর রহমান এই খবর শোনার পর সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করার পর বড় ভাই আবাদুর রহমানের পাম্প অপারেটরের চাকুরির অফার বাতিল হয়ে যায়। চাকুরির অফার বাতিল হবার খবর পাওয়া মাত্রই বড় ভাই আবাদুর রহমান উত্তেজিত হয়ে গ্রামের নবনির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি তালাবন্ধী করে দেয়। প্রায় দেড় মাস ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তালাবন্ধী থাকায় গোটা মুসলিম পল্লী গ্রামে পানীয়জলের তীব্র হাহাকার শুরু হয়েছে।

 যার ফলে গ্রামবাসীরা একপ্রকার বাধ্য হয়ে এদিন কৈলাসহরের ছনতৈল এলাকার কামরাংগা বাড়ি লোহার ব্রিজটি অবরোধ করে দেয়। লোহার ব্রিজটি অবরোধ করার ফলে কয়েক শতাধিক গাড়ি আটকে পড়ে। অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানা থেকে পুলিশ এবং টি.এস.আর অবরোধ স্থলে যায়। অবরোধকারীরা স্পষ্ট ভাবেই জানিয়ে দেয়, যতক্ষন অব্দি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে কোনো ধরনের আশ্বাস দেবেন না ততোক্ষন পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান। দীর্ঘ চার ঘন্টা অবরোধ চলার পর বিকেল চারটা নাগাদ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলার পর আধিকারিকরা জানায়, যতদিন না পর্যন্ত দুই ভাইয়ের সাথে সংশ্লিষ্ট দপ্তরের বোঝাপড়া হচ্ছে না ততদিনব্দি প্রতিদিন দুই বেলা করে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পর্যাপ্ত পরিমানে পানীয় জল সরবরাহ করা হবে। এই আশ্বাস পাবার পর অবরোধ কারীরা বিকেল সাড়ে চারটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য