আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : বিমান হাইজ্যাকের হুমকি দিয়ে ই-মেইল করার অভিযোগে ত্রিপুরা পুলিশ এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে। তাঁর অভিভাবকের দাবি, তাঁদের সন্তান বেশ কিছু দিন ধরে মানসিকভাবে অসুস্থ। চিকিৎসক দেখানো হয়েছে। পুলিশ সমগ্র বিষয় খতিয়ে দেখছে।
এ-বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মুকুলেন্দু দাস জানিয়েছেন, গতকাল এমবিবি বিমানবন্দরের অধিকর্তা হুমকিভরা ই-মেইলের অভিযোগ জানিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভট্টপুকুর এলাকার বাসিন্দা সুমিত দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। সাথে তাঁর অভিভাবকদেরও থানায় আসতে বলা হয়েছে।
তিনি বলেন, ই-মেইলের যাবতীয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যুবককে জিজ্ঞাসাবাদ করার সময় কিছু অসংলগ্নতা পাওয়া গেছে। তাই, সমগ্র বিষয় সবিস্তারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ওই যুবকের অভিভাবকদের দাবি, তাঁদের সন্তান মানসিকভাবে অসুস্থ। তাঁদের দাবির সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ, বলেন মুকুলেন্দুবাবু।