স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : রাষ্ট্রীয়ত্ব সমস্ত ব্যাংকের শূন্য পদ দ্রুত পূরণের দাবিতে ব্যাংক এপ্লিজ ফেডারেশন ত্রিপুরার পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর মন্ত্রীবাড়ি রোড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের অভিযোগ ১১ টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের মধ্যে মাত্র চারটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকি সাতটি ব্যাংকে নিয়োগ হবে না।
কিন্তু বাকি সাতটি ব্যাংক সহ সবগুলি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে লক্ষাধিক শূন্যপদ করে আছে। এবং যে শূন্য পদগুলি পড়ে রয়েছে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা দিতে পারছে না ব্যাঙ্ক গুলি। সবচেয়ে অবাক করা বিষয় হলো যারা ব্যাংকের টাকা লুট করছে তাদের সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ গ্রাহক এবং ব্যাংক কর্মচারীদের সুবিধা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বেসরকারিকরণ করার জন্য চলছে শুধু কর্মী ছাঁটাই। কিন্তু এভাবে বেসরকারি করন হয়ে গেলে ব্যাংকগুলিতে মানুষের অর্থ রাখার কোন নিশ্চয়তা থাকবে না। লুট হয়ে যাবে। তারপর ব্যাংক মালিকানার দাবি করবে পুঁজিপতিরা। তাই সারা দেশের মতো আজকে রাষ্ট্র ব্যাংকগুলি এই আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসেবে এই আন্দোলন কর্মসূচি বলে জানান তারা। দেশে নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ২ লক্ষ ৭০ হাজার শূন্যপদ রাষ্ট্রীয় সংস্থাগুলির মধ্যে নষ্ট হয়ে গেছে। নতুন করে কোন নিয়োগ নেই বলে জানান ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ প্রসাদ চক্রবর্তী।