স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের ইএনটি অঙ্কোলজি বিভাগের উদ্যোগে নাক, কান, গলা অঙ্কোলজি কনক্লেভ প্রথম বারের মতো রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে এইদিন দুইদিন ব্যাপী নাক, কান, গলা অঙ্কোলজি কনক্লেভের সুচনা হয়।
কনক্লেভের সুচনা করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন হাসপাতালের এম.এস শিরোমনি দেববর্মা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বিধায়ক রতন চক্রবর্তী জানান নাক, কান, গলা অঙ্কোলজি কনক্লেভ এই প্রথম বারের মতো রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। বহিঃরাজ্য থেকে দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক এই কনক্লেভে উপস্থিত রয়েছেন। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে বর্তমানে অত্যাধুনিক সকল ব্যবস্থা রয়েছে। প্রতিদিন অস্ত্রপচার হয়ে থাকে। কিছু কিছু সার্জারি জিবি হাসপাতালে হয় না, কিন্তু অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে হয়ে থাকে।