স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : নিত্য প্রয়োজনীয় শাকসবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়ে চলেছে। যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের লাগালে বাইরে চলে গেছে বলা যায়। তাই মূল্য নিয়ন্ত্রণে আনার দাবিতে সদর মহকুমা শাসক অরূপ দেবের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন প্রদান করলেন প্রদেশ যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলাম জানান গত কয়েকদিন যাবত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য এবং শাকসবজির মূল্য ক্রমশ বেড়ে চলেছে। সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে শাক সবজির মূল্য। কিছু অসাধু ব্যবসায়ী বাঁকা পথে মুনাফা লাভের জন্য কাঁচামালের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে চলেছে। এতে করে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদের বিরুদ্ধে সদর মহকুমা প্রশাসনের কোন হেলদোল নেই। এর সাথে ব্যবসায়ীরা সামগ্রী মজুদ করে সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ-সন্ধান করছে। তাই অবিলম্বে মূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।