Saturday, March 15, 2025
বাড়িরাজ্য১ কোটি ৪০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক, পলাতক লরি চালক, গ্রেফতার সহচালক

১ কোটি ৪০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক, পলাতক লরি চালক, গ্রেফতার সহচালক

আগরতলা, ৩ জুলাই(হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারো বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ।আমবাসা কাঠালবাড়ী মগপাড়া নাকা পয়েন্টে সিমেন্ট বোঝাই করা গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯৮ প্যাকেটে মোট ১৯ হাজার ৫৭৫টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে গাড়ির সহ চালককে আটক করা হয়েছে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে আমবাসা কাঠালবাড়ী মগপাড়া নাকা পয়েন্টে আগরতলাগামী এএস০১কিউসি৩২৬৮ নম্বরের ১২ চাকার সিমেন্ট বোঝাই লরি আটক করে পুলিশ।গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯৮ প্যাকেট ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ১৯৮ প্যাকেটে মোট উনিশ হাজার পাঁচশো পঁচাত্তরটি ফেন্সিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে, গাড়ির সহচালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত সহচালকের নাম মিন্টু দাস। বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!