স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : শনিবার বাপি রাজ ফার্নিচারের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। এক সাক্ষাৎকারে সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, রক্তদানের কোন বিকল্প নেই। আগরতলা শহরের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী রক্তদানের মত শুভ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মানুষকে ফার্নিচারের সুবিধা দেওয়ার পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মসূচিতেও এগিয়ে আসার জন্য উনাকে ধন্যবাদ জানান সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন সরকার কাজ করবে। তারপরও এভাবে মানুষকে সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। কারণ এই সমাজ রক্ষার দায়িত্ব সকলের বলে আশা ব্যক্ত করলেন সমাজসেবী শ্রী ভট্টাচার্য।