Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদবাইডেনের শিক্ষার্থীদের ঋণ মওকুফ আটকে দিলেন সুপ্রিম কোর্ট

বাইডেনের শিক্ষার্থীদের ঋণ মওকুফ আটকে দিলেন সুপ্রিম কোর্ট

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা দেওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ মওকুফের সিদ্ধান্ত আটকে দিলেন দেশটির সুপ্রিম কোর্ট।শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ রায় দেন।বাইডেনের এ পরিকল্পনার লক্ষ্য ছিল একজন শিক্ষার্থী ঋণের ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ পাবেন।দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ৬-৩ ব্যবধানে সংগরিষ্ঠতার ভিত্তিতে এ স্থগিতাদেশ দেন। সিএনবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতের শিক্ষার্থীরা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ জন্য শিক্ষার্থীরা ঋণ মওকুফের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের নেওয়া ঋণের অন্তত ১০ হাজার ডলার মওকুফের ঘোষণা দিয়েছিলেন। বাইডেনের এ সিদ্ধান্ত প্রশংসাও পেয়েছিল।বাইডেনের পরিকল্পনা অনুসারে, নিম্ন আয়ের পরিবারের অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০ হাজার ডলারের ঋণ মওকুফ পাবেন। আর যারা ওই অনুদান পাননি, তারা ১০ হাজার ডলার ঋণ মওকুফের সুবিধা পাবেন। তবে এখানে একটি শর্তযুক্ত করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, এ সুবিধা তারাই পাবেন, যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য