Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যচারটি দুর্ঘটনায় হতাহত ৭, প্রতিবাদে পথ অবরোধ, আহত সাড়ে তিন বছরের শিশুও

চারটি দুর্ঘটনায় হতাহত ৭, প্রতিবাদে পথ অবরোধ, আহত সাড়ে তিন বছরের শিশুও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : লাগামহীন ভাবে রাজ্যে ঘটছে দুর্ঘটনা। মৃত্যু হচ্ছে বহু মানুষের। এবার বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম সুনীল মগ। বয়স ২২ বছর। বাড়ি শান্তিরবাজার থানার অন্তর্গত লাল মিরা মগ পাড়া এলাকায়। মৃত যুবকের বাবা কিষান মগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ছেলে সুনীল মগ পতিছড়ি এলাকায় বড় ভাইকে নিয়ে আসার জন্য বাইক নিয়ে যায়। মাথায় হেলমেট ছিল না। পতিছড়ি এলাকায় রাস্তার মাঝে স্পিড ব্রেকার থাকার কারনে সে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পরে।

এতে সে গুরুতর ভাবে আহত হয়। ঘটনার পর তাকে প্রথমে বীরচন্দ্র প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুনীল মগকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সোমবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে সুনীল মগ। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে রবিবার রাতে কৈলাসহর মহাকুমা ভিকরাই পাড়া এলাকায় মারুতি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ৩ জন। আহতদের জেলা হাসপাতালে আনার ক্ষেত্রে কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স বিকল থাকায় জনগণ উত্তেজিত হয়ে পড়ে। একসময় হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তারা হলেন বিদ্যাবাগী দেববর্মা এবং নিতন্ত দেববর্মা। যারা আহত হয়েছে তাদের মধ্যে হামদ সিং দেববর্মার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে সোমবার মৃতদেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হলে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়। তাদের অভিযোগ সঠিক সময়ে যদি পরিষেবা মিলিত তাহলে দুই যুবকের মৃত্যু হতো না। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। খবর পেয়ে উত্তেজিত গ্রামবাসীকে আশ্বাস দিতে ঘটনাস্থলে ছুটে আসেন জেলাশাসক তড়িৎকুমার চাকমা। তিনি দীর্ঘক্ষণ বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়। অপরদিকে দুর্ঘটনায় শিকার সাড়ে তিন বছরের এক শিশু। ঘটনা বিবরণে জানা যায়, আনন্দনগর এলাকায় মায়ের সঙ্গে রাস্তায় এসে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন অমিত দেব নামে সাড়ে তিন বছরের এই শিশুটি। দুর্ঘটনার পর শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখানে প্রাথমিক চিকিৎসার পর  জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অমিত দেব নামে সাড়ে তিন বছরের ওই শিশু জানা যায়। দুর্ঘটনার পর বাইক চালক আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এসে শিশুটির মার হাতে ৫০০ টাকা দিয়ে চলে যায়। অভিযুক্ত বাইক চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানায় আহত শিশুর পরিবার। এদিকে আরও একটি দুর্ঘটনা সংগঠিত হয়েছে বিশালগড় মহকুমায়। বিশালগড় জাঙ্গালিয়াস্থিত বিদ্যুৎ অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মালবাহী গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে রাবার ছিল। জানা যায় অপর একটি গাড়ি আচমকা রাবার বোঝাই গাড়ির সামনে দিয়ে লালসিংমুড়া রাস্তায় ঢুকে যায়। ফলে সেই গাড়িটিকে বাঁচাতে গিয়ে রাবার বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এতে হতাহতের কোন খবর নেই। জাঙ্গালিয়াস্থিত বিদ্যুৎ অফিসের সামনে প্রায় সময় বহু মানুষ গাড়ির জন্য অপেক্ষা করে। তবে এইদিন কোন লোক না থাকায় বড় ধরনের কোন অঘটন ঘটেনি। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ট্রাফিক পুলিশ।

তবে সারা রাজ্যে উদ্বেগ জনক ভাবে বাড়ছে দুর্ঘটনা। বলি হচ্ছে বহু সাধারণ মানুষ। নজর নেই প্রশাসনের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য