স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন। লাটিয়াপুরা এলাকায় জলে ডুবে যাওয়া ৫ বছরের শিশুকে হাসপাতালে পৌঁছাতে দমকল কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললো এই শিশুটির পরিবারের লোকজনেরা। এ নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পরবর্তী সময়ে ইরানি থানার গাড়ী করে সঙ্কটজনক অবস্থায় এই ৫বছরের শিশুকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, কৈলাশহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন লাটিয়াপুরা গ্রামের বাসিন্দা সাকান আলীর ৫ বছরের একটি পুত্র সন্তান বুধবার দুপুরে বাড়ীর পাশেই অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল। খেলার ছলে হঠাত করেই কাছে থাকা একটি জলাশয়ে পড়ে যায়। পরিবারের লোক ও স্থানীয়রা নিজেদের উদ্যোগেই শিশুটিকে জলাশয় থেকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসার জন্য খবর দেওয়া হয় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে। অভিযোগ অগ্নিনির্বাপক দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা করা হয়নি। বারবার যোগাযোগ করার পর জানিয়ে দেওয়া হয় তাদের গাড়ি নেই তাই যেতে পারবে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় পরিবারের লোক স্থানীয়দের মধ্যে। এই টানাপোড়ানে শিশুটির অবস্থা আরও সঙ্কট জনক হয়। পরবর্তী সময় ইরানি থানার গাড়িতে করে গুরুতর অবস্থায় পাঁচ বছরের শিশুটিকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই পাঁচ বছরের শিশুটি । তবে এই ঘটনায় অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।