স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : বৃষ্টির মধ্যে হাতির দড়ির টানে জগন্নাথ রথে বসে গেলেন মাসির বাড়ি। ভক্তদের আবেগে ভাসলো মেলাঘর। এদিন লক্ষ করা যায় ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও পরম্পরা।
প্রতিবছর মেলাঘরের ঐতিহ্যবাহী রথে চড়ে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই আবেগ পূণ্য আচারে প্রতি বছরের মতো এবছরও উপস্থিত ছিলেন হাজার হাজার ভক্ত। ভক্তরা রথের দড়ি টেনে তিন ভাই বোনকে নিয়ে যান জগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দির পর্যন্ত। সাথে চলতে থাকে কীর্তণ। ঢাক, ঢোল আর কাঁসরের আওয়াজে তৈরি হয়েছিল এক চেনা আবহ।
সকলেরই প্রতীক্ষা ছিল একবার রথের দড়ির ছোঁয়া। প্রচলিত বিশ্বাস এই দড়ি টানতে পারলে পুণ্যার্জন হয়। অবশেষে এলো সেই মাহেন্দ্র ক্ষণ। ভক্তদের রথের রশির টানে রথে চড়ে ধীরে ধীরে মাসির বাড়ির দিকে চলতে থাকেন জগন্নাথ সহ ভাইবোনেরা। একই সাথে আকাশ কালো করে নাম বৃষ্টি। বৃষ্টিরস্নান হয়েই ভক্তরা জগন্নথকে নিয়ে যান গন্ডিচা মন্দির পর্যন্ত। ৮ থেকে ৮০ স্থানীয়দের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন মেলাঘরের রথ টিলায়। এই রথ শুধু রাজ্য নয় গোটা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ। প্রতি বছরের ন্যায় এই রথকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে নয়দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।