স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : ককবরক ভাষা রোমান হরফে করার দাবিতে বুধবার রাজভবন অভিযান করল তিপরা ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। দীর্ঘ কয়েক দশকের এই দাবি নিয়ে এদিন সংগঠনের সদস্যরা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রাজভবনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করে।
কিন্তু মিছিলটি সার্কিট হাউস এলাকায় আসা মাত্রই বেরিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিক্ষোভ কারী যুবক-যুবতীরা এদিন রাস্তা অবরোধ করে বসে। তাদের বক্তব্য দীর্ঘ ৫০ বছর ধরে সরকারের কাছে আঞ্চলিক দলগুলি এই দাবি করে আসছে। এ নিয়ে ভাষা কমিশনও গঠন করা হয়েছিল। রিপোর্ট দেওয়া হয়েছিল অধিকাংশ জনজাতি অংশের মানুষ ককবরক ভাষাকে রোমান হরফে চায়। কারণ উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম সহ সবগুলি রাজ্যে আঞ্চলিক ভাষার উপর প্রাধান্য দেওয়া হয়েছে আগেই। একমাত্র ত্রিপুরায় পিছিয়ে রয়েছে আঞ্চলিক ভাষা। যার কারণে জনজাতি অংশের মানুষ পিছেয়ে আছে বলে তারা দাবি করেন এদিন। তাই তারা বর্তমান সরকারের উদ্দেশ্যে দাবি করেন সিবিএসসি বোর্ডে পড়াশোনা করছে তাদের জন্য বাংলা শব্দে লেখা খুব কষ্টকর। তাই সরকারের কাছে দাবি বাংলা এবং রোমান স্কিপ দুইটাই যেন গুরুত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসন তাদের বেরিকেড দিয়ে আটকে ফেলায় দীর্ঘক্ষণ তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। পুলিশের তৎপরতা এদিন কোন ধরনের উত্তেজনা সৃষ্টি হয়নি। কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী এদিনের রাজভবনে অংশগ্রহণ করেন।