Monday, January 13, 2025
বাড়িরাজ্যডিমাপুরে রোজগার মেলায় ৪৮ জন যুবকের হাতে নিয়োগপত্র বিতরণ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমার

ডিমাপুরে রোজগার মেলায় ৪৮ জন যুবকের হাতে নিয়োগপত্র বিতরণ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমার



ডিমাপুর, ১৩ জুন (হি.স.) : জাতি গঠন ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য রোজগার মেলা একটি সুবর্ণ সুযোগ। আজ মঙ্গলবার ডিমাপুরে অনুষ্ঠিত রোজগার মেলায় উত্তরপূর্বের ৪৮ জন যুবকের হাতে নিয়োগপত্র বিতরণ করে প্রদত্ত ভাষণে বলেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দফতরের প্রতমন্ত্রী প্রতিমা ভৌমিক।

আজকের রোজগার মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে মন্ত্ৰী বলেন, ‘বিভিন্ন সরকারি দফতরে আপনাদের বিশাল দায়িত্ব রয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন যেমন রেল, ভূতল সড়ক এবং বিমান সংযোগের ওপর বিশেষ জোর দিয়েছেন। প্রাসঙ্গিক বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ডআপ ইন্ডিয়া এবং দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য মুদ্রা ঋণ প্রকল্পের মতো প্রধানমন্ত্রী প্রচলিত বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

ডিমাপুরে অনুষ্ঠিত আজকের রোজগার মেলায় উত্তরপূর্বের ৪৮ জন যুবকের হাতে নিয়োগপত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দফতরের প্রতমন্ত্রী প্রতিমা ভৌমিক।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপত্র বিতরণের জন্য ভারত জুড়ে ৪৩টি স্থানে অনুষ্ঠিত রোজগার মেলা আজ দ্বিতীয়বারের মতো ডিমাপুরে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে একই স্থানে প্রথম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছিল। আজ এই অঞ্চলের ৫৮ জন নতুন নিয়োগপ্রাপ্তদের চাকরি মেলায় অফার লেটার হস্তান্তর করার কথা ছিল। কিন্তু অনিবাৰ্য কারণে আজকের রোজগার মেলায় ১০ জন নিয়োগপ্রার্থী আসতে পারেননি। একজন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী যিনি এখানে আজকের রোজগার মেলায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেছেন। তিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় নিয়োগ পেয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য