Sunday, January 19, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় ৮৪৮০০ বোতল বেআইনি এসকফ উদ্ধার

ত্রিপুরায় ৮৪৮০০ বোতল বেআইনি এসকফ উদ্ধার

আগরতলা, ৯ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টা বোঝাই করা গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৪৮০০ বোতল এসকফ উদ্ধার করেছে। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

পারমিতা পান্ডে জানিয়েছেন, গোপন সুত্রে এয়ারপোর্ট থানায় খবর আসে উষাবাজার সংলগ্ন ছিনাইহানি এলাকায় সন্দেহমূলকভাবে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই মোতাবেক এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ বিশাল পুলিশ বাহিনী ও বি এস এফের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালানো হয়েছিল। রাস্তার পাশে ডাব্লিউবি৬১ বি১৯১৭ নম্বরের গাড়িতে তল্লাশি চালালে দেখা যায় কিছু ভুট্টার বস্তা পড়ে রয়েছে। সেই ভুট্টার বস্তার নিচে থেকে ৮৪৮০০ বোতল এসকফ উদ্ধার করতে সক্ষম হয়েছে আরক্ষা বাহিনী।

সাথে তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য তিন কোটি টাকা হবে। কিন্তু গাড়িটি দাঁড় করানো অবস্থায় ছিল। গাড়ির চালককে পাওয়া যায়নি। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওই ঘটনায় পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে। অতিসত্বর ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে দাবি করেছেন এসডিপিও পারমিতা পান্ডে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য