স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : মহিলা পুলিশ কর্মী ছাড়াই রাতের বেলা ঘরে প্রবেশ করে নেশার বিরোধী অভিযানের নামে মহিলাদের হয়রানি করছে পুলিশ। ঘটনা রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকার লক্ষ্মী সাহা পাড়ায়। বিস্তর অভিযোগ থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ বুধবার রাতে এলাকার এক বাড়িতে পুলিশ তল্লাশি করতে প্রবেশ করে।
আপন উচাই নামে এই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ যখন তখন ঘরে প্রবেশ করে তল্লাশির নামে হয়রানি করছে। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিআরবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাড়ির কিছু খাঁকি উর্দিধারীরা বলে অভিযোগ। এই বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়ার বাসিন্দা বিষ্ণু কান্তি দে। তিনি আরো জানান বিষ্ণু কান্তি দের বাবা শিলচরে চিকিৎসার জন্য অবস্থানরত। এরই মধ্যে ঘরে প্রবেশ করে এ ধরনের লন্ডভন্ড করে চলেছে পুলিশ। তিনি আরো অভিযোগ করেন ঘটনার সময় ঘরের মধ্যে ছিল তার স্ত্রী। কোন মহিলা পুলিশ কর্মী না নিয়েই এভাবে রাতের বেলা ঘরে প্রবেশ করে হুমকি-ধমকি দিয়েছে। এ বিষয়টি নিয়ে আগামী দিনে তারা উপর মহলে অভিযোগ জানাতে পারে বলে জানা গেছে।