স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : বৃহস্পতিবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে পশু পালন দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের এক পর্যালোচনা মূলক বৈঠক হয়। মন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট দপ্তর গুলির আধিকারিকদের সাথে কাজকর্মের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।
এবং দপ্তর গুলির বিভিন্ন সুযোগ সুবিধা বেনিফিসিয়ারিদের কাছে কতটা পোছাচ্ছে সে বিষয়েও অবগত হন। মন্ত্রী পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পশ্চিম জেলায় মাছ, মাংস এবং ডিমের চাহিদা কতটা রয়েছে এবং কতটা ঘাটতি রয়েছে সে বিষয়ে আলোচনা হয় দপ্তর গুলির আধিকারিকদের সাথে। আগামী দিনে যাতে সেই ঘাটতি মেটাতে বেকার যুবক-যুবতীদের কাজে লাগিয়ে স্বনির্ভর করা যায় সে বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় বৈঠকে।
আরো বলেন তপশিলি অন্তর্ভুক্ত যেসব ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তারা সঠিকভাবে সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা তপশিলি অন্তর্ভুক্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে আগামী তিন মাসের জন্য লক্ষ্যমাত্রা নিয়ে প্রত্যেক জেলাভিত্তিক পর্যালোচনামূলক বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী শ্রী দাস। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়কগণ, জেলা সভাধিপতি এবং অতিরিক্ত জেলা শাসক।