স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : গুড গভনস কি হয় সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত নয় বছরে করে দেখিয়ে দিয়েছেন। দেশ আজ এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথাটি বলেন সর্বভারতীয় বিজেপি সম্পাদক ঋতুরাজ সিনহা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর নয় বছর সময়কালে সেবা, সুশাসন ও গরিব কল্যাণে কাজ করা হয়েছে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ৬০ বছরের অধিক সময় দেশের ক্ষমতায় আসিন ছিল কংগ্রেস। সেই সময় কংগ্রেস গরিবি হটাও স্লোগান তুলেছিল। কিন্তু বাস্তবে গরিবের জন্য কোন কাজ করা হয়নি। সেই সময় কেন্দ্র থেকে এক টাকা পাঠানো হলে, রাজ্যে এসে পৌঁছাতো ১৫ পয়সা। গত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিব কল্যাণে অভূতপূর্ব কাজ করেছেন। প্রধানমন্ত্রী সকলের জন্য ঘরের কথা বলেছিলেন। ইতিমধ্যে সমগ্র দেশের প্রায় তিন কোটি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে বলে জানান বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলাকালীন সময় আরব দেশগুলি তেলের দাম অনেকটা বৃদ্ধি করে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে কম দামে তেল ক্রয় করেছিলেন। যাতে করে দেশবাসীর কোন সমস্যা না হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সেই দেশে আটকে পড়া দেশের পড়ুয়াদের ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির শাসনকালে দেশে সন্ত্রাসবাদ অনেকটা হ্রাস পেয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন দ্রুত গতিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রয়াসের ফলে ত্রিপুরা রাজ্যে মহা বিকাশের কর্মযজ্ঞ চলছে। বিশ্বমানের বিমান বন্দর তৈরি হয়েছে ত্রিপুরায়। আন্তর্জাতিক রেল স্টেশন নির্মাণের কাজ শেষ হওয়ার পথে। বর্তমানে ত্রিপুরা রাজ্য এক্সপোর্ট হাফ তৈরি হওয়ার পথে বলে জানান বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন জল জীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির রাষ্ট্রীয় সম্পাদকের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সম্পাদক অমিত রক্ষিত ও প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।