স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তকে আটক করে ইজ্জত বাঁচাল পুলিশ। বিশালগড় থানা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। জানা যায় শুক্রবার দুপুরে চুরি কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উত্তর চড়িলাম মধ্যপাড়া থেকে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় চুরির অভিযোগে জামাল হোসেন। গ্রেফতার করে কুখ্যাত চোর জামাল হোসেনকে থানায় নিয়ে আসে।
সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত জামাল হোসেন পুলিশের হেফাজতে ছিল। অভিযোগ শুক্রবার সন্ধ্যা নাগাদ বিশালগড় থানা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কুখ্যাত চোর জামাল হোসেন তারপর দৌড়ঝাঁপ শুরু হয় গুণধর পুলিশ বাবুদের। ২৯ মে একটি চুরির ঘটনায় জামাল হোসেনকে পুলিস গ্রেপ্তার করেছে।