স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : চোর সন্দেহে পঞ্চায়েত সদস্যের ছেলেকে গন ধোলাই দিল গ্রামবাসী। ঘটনা সোমবার রাতে মধুপুর থানার অন্তর্গত পাথারিয়াদ্বার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় পাথারিয়াদ্বার এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। তারপর থেকে এলাকার লোকজন ওত পেতে বসে।
সোমবার রাতে খামারহাটি পঞ্চায়েতের মেম্বার যোগেশ চৌধুরীর ছেলে সুরজিৎ চৌধুরী পাথারিয়াদ্বার এলাকায় গেলে এলাকার লোকজন চোর সন্দেহে তাকে আটক করে গন ধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং সুরজিৎ-কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মধুপুর থানার এক পুলিশ অফিসার জানান রাতের বেলায় ধৃত সুরজিৎ চৌধুরী মদমত্ত অবস্থায় ছিল। মাত্রাতিরিক্ত মদ্য পানের ফলে সে কথা বলতে পারছিল না। এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল। এলাকাবাসীদের সন্দেহ সুরজিৎ চুরির ঘটনার সাথে যুক্ত।