স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড-এর নতুন অফিস নির্মাণের কাজ শুরু করা হয়। বুধবার নির্মাণ কাজে বাধা দান করে এলাকার মহিলারা। তাদের দাবি পার্ক নষ্ট করে ওয়ার্ড অফিস নির্মাণ করা যাবে না। এই খবর পেয়ে বৃহস্পতিবার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলার ভাস্বতী দেববর্মা সহ স্থানীয় ক্লাব-এর সদস্যরা পার্কে গিয়ে নতুন ওয়ার্ড অফিস নির্মাণের কাজ সরজমিনে খতিয়ে দেখেন। কাউন্সিলার ভাস্বতী দেববর্মা জানান তিনি কাউন্সিলার থাকাকালীন সময়ে মধ্যে ওয়ার্ড অফিস তৈরি করবেন।
সকলের জন্য এই ওয়ার্ড অফিস। ওয়ার্ড অফিস নির্মাণ করতে গিয়ে পার্কের ক্ষতি হবে না। উল্লেখ্য, এলাকার মহিলাদের দাবি পার্ক নষ্ট করে ওয়ার্ড অফিস তৈরি করা যাবে না। এলাকার এক মহিলা জানান ৩ বছর পূর্বে প্রয়াত প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মার উদ্যোগে পার্কটি গড়ে তোলা হয়েছিল। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী পার্কটির উদ্বোধন করেছিলেন। পার্কটি পেয়ে এলাকার কচিকাচারা খুশি হয়েছিল। কারন তারা এই পার্কে খেলার সুযোগ পেয়েছিল। এলাকার মহিলারাও বিকাল বেলায় পার্কটিটে হাটতে পারত। কিন্তু বর্তমানে পার্কটি নষ্ট করে সেখানে ওয়ার্ড অফিস স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইটা ওনারা কোন ভাবেই মেনে নিতে পারছেন না। পার্ক নষ্ট করে ওয়ার্ড অফিস স্থাপন করা যাবে না। প্রয়োজনে অন্যত্র ওয়ার্ড অফিস নির্মাণ করা হোক। তিনি আরও জানান এলাকার কাউন্সিলার পার্কটি রক্ষা করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করছেন না। এমনকি তিনি এলাকাবাসিদের অসহযোগিতা করছেন। তাই এলাকার মহিলারা এইদিন ওয়ার্ড অফিস নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয়রা এইদিন পুলিশকে স্পষ্ট জানিয়ে দেয় পার্ক নষ্ট করে ওয়ার্ড অফিস নির্মাণ করা যাবে না।