স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : আগরতলা পুর নিগমের ৪৯ নং ওয়ার্ডের বৈষ্ণব টিলা এলাকার উন্নয়নমূলক কাজে হাত লাগাবে আগরতলা পুর নিগম। পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। এইদিন এলাকার তিনটি পুকুর, অর্ধ নির্মিত কমিউনিটি হল, বেহাল রাস্তা ও ড্রেইন সরজমিনে ঘুরে দেখেন নিগমের মেয়র। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগমের মেয়র দিপক মজুমদার জানান স্থানীয় জনগণ দীর্ঘ দিন ধরে এলাকার সমস্যা গুলির বিষয়ে জানিয়ে আসছে। তাই এইদিন এলাকাটি ঘুরে দেখেছেন।
তিনটি পুকুর এইদিন ঘুরে দেখেছেন। পুকুর গুলির পাড় বাধানো হবে। একই সাথে এলাকায় থাকা পরিত্যক্ত মাঠটি খেলার উপযোগী করে তোলা হবে। তিনি আরও জানান এলাকার রাস্তা ও ড্রেইন গুলি সংস্কার করা হবে। এডিবি ফান্ড থেকে অর্থ ব্যয় করে এই সকল কাজ করা হবে বলে জানান মেয়র। পূর্ত দপ্তর, আগরতলা পুর নিগম, স্মার্ট সিটি ও নগর উন্নয়ন দপ্তর একসাথে মিলে কাজ করে যাচ্ছে আগরতলা শহরের সার্বিক উন্নয়নে। তিনি আরও জানান মানুষকে সঠিক পরিষেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান আগরতলা পুর নিগম। এলাকার এই উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পূর্ণ করারও নির্দেশ দেন মেয়র। কারণ এই সমস্যাগুলির জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এইদিন নিগমের মেয়রের সাথে ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানী সরকার সহ স্থানীয় কাউন্সিলার ও আধিকারিকরা।