Saturday, May 27, 2023
বাড়িরাজ্যকাজ, খাদ্য সঙ্কট ও জলবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন...

কাজ, খাদ্য সঙ্কট ও জলবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন জিতেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : জলবাহিত রোগের প্রাদুর্ভাব লংতরাইভ্যালী মহকুমা বিস্তীর্ণ এলাকায়। কাজ, খাদ্যের সঙ্কট চলছে। বিশেষ করে লংতরাইভ্যালী পাহারের বেশ কিছু গ্রামের মানুষ এই সময়ে কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তার উপর যুক্ত হয়েছে জলবাহিত রোগের প্রাদুর্ভাব। লংতরাইভ্যালি সহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখে এসে বুধবার অভিযোগ তুললেন রাজ্যে সিপিআইএম -এর পরিষদীয় দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

 তিনি অভিযোগ করেন বকেয়া কাজের টাকা এখনো পায়নি এই সমস্ত এলাকার মানুষ। ২৩ মাইলের কাছে থালছড়ায় থাকা হাসপাতাল থেকে সঠিক পরিষেবা প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ করেন। চিকিৎসক ও চিকিৎসা কর্মী এবং ঔষধ পত্র নেই বলে জানান। পানীয় জলের সমস্যা রয়েছে। মনুঘাট, নালফ্রাবাড়ি এলাকার জনজাতিরা আর্থিক সঙ্কটে ভূগছেন বলে দাবি করেন। ছামনু, ছৈলেংটা বাজার, গণ্ডাছড়ায় একই চিত্র। এডিসি-র ক্ষমতাসীন দল তিপ্রা মথা দলের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই সমস্ত এলাকায় এডিসি-র কাজ কর্ম মুখ থুবড়ে পড়েছে বলে জানান সিপিএম রাজ্য সম্পাদক। তিপ্রা মথা উৎসবে ব্যস্ত বলে কটাক্ষ করেন। এডিসি এলাকার মানুষ তীব্র সঙ্কটে রয়েছে বলেও জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য