স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ এপ্রিল : সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্ম বার্ষিকী সরকারি- বেসরকারি উদ্যিওগে রাজ্যে উদযাপন করা হয়। এদিনেই ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আম্বেদকরের মূর্তি বসানোর পরিকল্পনা নেওয়া হয়। বিধানসভা কমপ্লেক্সে বসবে মূর্তি। শুক্রবার এই মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্যসচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠবে এই মূর্তি। সর্বমোট লম্বা হবে ১৮ ফুট। মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, আম্বেদকরের প্রণীত সংবিধানকে সামনে রেখেই সব কাজ করা হয় সরকারের। আম্বেদকরকে সম্মান দেওয়ার জন্যই মূর্তি বসানো হচ্ছে।মুখ্যমন্ত্রী বলেন আম্বেদকর একটি প্রতিষ্ঠান। প্রায় ৩ মাসের মধ্যে বিধানসভা ও মহাকরণের মাঝ খানে গড়ে উঠবে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি।