Monday, March 17, 2025
বাড়িরাজ্যত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে পিটিশন দাখিল উচ্চ আদালতে

ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে পিটিশন দাখিল উচ্চ আদালতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল। দু’বছর পিছিয়ে গেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। হাইকোর্টের নির্দেশের পড়েও গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচন সংগঠিত হয়নি। এ নিয়ে আগে থেকেই তিপ্রা মথা হাইকোর্টের কড়া নেড়ে রেখেছে। অবশেষে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে উচ্চ আদালতে পিটিশন দাখিল করলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা ও আইনজীবী অ্যান্টনি দেববর্মা।

বুধবার এই মামলাটি ওঠে উচ্চ আদালতের ডিভিশন ব্যাঞ্চে। আইনজীবী অ্যান্টনি দেববর্মা জানান তারা আদালতকে অবগত করেছেন ভিলেজ কাউন্সিল নির্বাচন করানো নিয়ে আগে দুইবার পি আই এল করা হয়েছিল। একই সঙ্গে আদালতকে জানানো হয় ২০২২ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচন করানোর যে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত তা কার্যকর করা হয়নি। এই ক্ষেত্রে আদালত অবমাননার মামলা দাখিল করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অথচ ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোন নোটিফিকেশন জারি করা হয়নি। এই ক্ষেত্রে উচ্চ প্রধান বিচারপতি বক্তব্য শোনার পর জানান গনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। গত দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো ভিলেজ নির্বাচন করানো যায়নি। আগামী ১৩ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন অ্যাডভোকেট জেনারেলকে। আইনজীবী অ্যান্টনি দেববর্মা আরো জানান ব্রু শরণার্থীদের নাম ইলেট্ররাল রোলে তোলার বিষয়টিও আদালতকে অবগত করা হয়েছে। একই সঙ্গে এডিসি -তে এখনোও টাউন কমিটি গঠন করা হয়নি বলেও আদালতকে জানানো হয়। এই অবস্থায় আদালত তাদের পি এল আই গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে সময় দেন। ১৩ এপ্রিলের পর তাদের এই মামলার পুনরায় শুনানি হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য