Thursday, January 16, 2025
বাড়িরাজ্যজল্পনা জৈইয়ে রেখে বৈঠক প্রদ্যোতের

জল্পনা জৈইয়ে রেখে বৈঠক প্রদ্যোতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি :  মাঝে আর মাত্র দুদিন, ২ মার্চ অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল। এর আগে সোমবার তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন আগরতলা শহরের একটি হোটেলে সমাজপতিদের নিয়ে জল্পনা জৈইয়ে রেখে বিশেষ বৈঠক করলেন। বৈঠকে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রদ্যোত কিশোর দেববর্মন। কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন, এতদিন সমাজপতিদের সঠিক সম্মান দেওয়া হয় নি।

 সকলে রাজনৈতিক নেতাদের সম্মান দিতে ব্যস্ত হয়ে থাকে। তাই সমাজপতিদের কিভাবে সমাজে মর্যাদা দেওয়া যায় সে বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এবং সমাজপতিদের সাথে কথা বলে দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন বঞ্চনার সম্পর্কে অবগত হয়েছেন বলে জানান তিপ্রা মথার সুপ্রিমো। তিনি বলেন সকলে ভোটের আগেই তাদের সাথে কথা বলে, কিন্তু ভোটের পর তাদের সাথে কথা বলে কেউ দুঃখ কষ্ট শোনার চেষ্টা করে না। তাই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করলেন শ্রী দেববর্মন। তিনি আরো বলেন, তিপ্রাসাদের সাংবিধানিক দাবি প্রতিষ্ঠিত করতে সবার আগে এ সমাজপতিদের যথাযথ সম্মান দেওয়া অত্যন্ত প্রয়োজন।

তিনি এদিন দুই মার্চ ফলাফল ঘোষণার পরের পরিস্থিতি প্রসঙ্গে বলেন সমাজপতিরা কখনো বলে না কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার জন্য। এ ধরনের ঘটনা সংঘটিত করার জন্য রাজনীতি নেতারা উস্কে দেয়। এমনটাই অভিমত ব্যক্ত করলেন প্রদ্যোত। তিনি আরো বলেন ২ মার্চ ফলাফল যাই হোক কিন্তু শান্তি বজায় রাখার প্রয়োজন। গুন্ডাগিরি করে কোন লাভ হবে না। দু একজনের লাভ হয়। কিন্তু কোনভাবে মানুষের উপর আক্রমণ বা সম্পত্তি নষ্ট করতে দেওয়া হবে না। ভারতের নাগরিক হয়ে এগিয়ে যেতে হবে সকলের বলে জানান প্রদ্যোত। এদিন সমাজ পতিদের পক্ষ থেকে প্রদ্যোত কিশোর দেববর্মনকে পাগড়ি পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে অভিনন্দন জানান। জল্পনা রেখে দীর্ঘক্ষণ চলে এদিনের বিশেষ তাৎপর্যপূর্ণ বৈঠক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য