স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : নাশকতার আগুনে পুড়ে ছাই বোলেরো গাড়ি। ঘটনা বুধবার রাত প্রায় দুইটা নাগাদ উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ির অন্তর্গত কড়ইয়ামুড়া মুসলিমপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো বুধবার মুসলিম পাড়া এলাকার তরু মিয়া নিজের বোলেরু গাড়িটি নিজ বাড়ির পার্শ্ববর্তী রাবার বাগানে থামিয়ে রাখে। রাত প্রায় দুইটা নাগাদ আচমকা টি আর ০৩ ডি ১৬৪২ নম্বরের গাড়িতে আগুনের লেলিহেন শিখা দেখতে পায়। সাথে সাথেই ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে।
খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের। কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে আসতে পারে নি। এদিকে পার্শ্ববর্তী লোকজন বাড়ি ঘরের মোটর পাম্প এবং বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও ততক্ষনে গাড়িটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাতেই বাগমা ফাঁড়ি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্তকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।