Sunday, September 8, 2024
বাড়িরাজ্যনির্বাচনের আগে কংগ্রেস এবং সি পি আই এম -এর প্রেম প্রকাশ্যে এসেছে...

নির্বাচনের আগে কংগ্রেস এবং সি পি আই এম -এর প্রেম প্রকাশ্যে এসেছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : কংগ্রেস ও সিপিএমের মধ্যে নতুন করে প্রেমের উদয় ঘটেছে। তারা প্রচার চালাচ্ছে রাজ্যে কোন গণতন্ত্র নেই। কিন্তু গণতন্ত্র রাজ্যে আছে বলেই এই দলগুলি প্রকাশ্যে তাদের মিতালী চালিয়ে যেতে পারছে। এতকাল লুকিয়ে প্রেম করেছিল দুটি দল। এবার নির্বাচনের আগে তা প্রকাশ্যে এসেছে। কোন সন্ত্রাসের দল রাজ্যের মানুষ দেখেছে। রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের মূর্তি ভাঙ্গার সংস্কৃতি তাদের আমলে হয়েছে। 

 রাজ্যে পুরনো খুন সন্ত্রাসের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাইছে সিপিএম ও কংগ্রেস। মঙ্গলবার ৮ টাউন বড়দোয়ালি ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার মন্ডলের উদ্যোগে মহিলা মোর্চা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বড়দোয়ালি স্থিত স্বামী বিবেকানন্দ স্কুলে হয় এই সমাবেশ। ত্রিপুরার নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে মহিলারাই। এদিন এর জনসভা সেই বিজয় উৎসবের বার্তা দিচ্ছে। আরো অধিক আসন নিয়ে ত্রিপুরায় বিজেপি ক্ষমতাসীন হবে। এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী তথা সংসদ অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন কংগ্রেস করোনা ভাইরাসের চেয়েও সাংঘাতিক। কংগ্রেসের সংস্পর্শে এলে পাগল পাগল হয়ে ঘুরে বেড়ানোর মতো উপক্রম। প্রাক্তন বিধায়ক আশীষ দাস এর নাম না করে এভাবেই আশিস দাস কে আক্রমণে নিশানায় নীলেন তিনি। কমিউনিস্টদের কলেরার চেয়েও ভয়ংকর বলে ব্যাখ্যা করেন। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা, মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য