স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : সোমবার সচিবালয়ে ২ নং কনফারেন্স হলে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বোর্ডিং হাউস বৃত্তি প্রকল্পের জন্য ই-রুপি পেমেন্ট সিস্টেমের সূচনা হয়। অনুষ্ঠানে বুতাম টিপে এই ই-রুপি পেমেন্ট সিস্টেম চালু করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া। পরে মন্ত্রী রাম পদ জমাতিয়া বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজীটাল লেনদেনের উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি আরও জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি দপ্তরের সচিব ও অধিকর্তার সাথে বোর্ডিং হাউস বৃত্তি প্রকল্পের জন্য ই-রুপি পেমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে কথা বলেছেন। কারন রাজ্যের প্রায় ৩১ হাজার জনজাতি পরিবার এই প্রকল্পের সাথে যুক্ত। ইতিমধ্যে দুই থেকে তিনটি বোর্ডিং হাউসে ই-রুপি পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। দেশের মধ্যে প্রথম ত্রিপুরা রাজ্যে হাউস বৃত্তি প্রকল্পের জন্য ই-রুপি পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব সহ অন্যান্যরা।