স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : আগামী ৩০ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান ২০২২ প্রদান করা হবে। নির্বাচিত ক্লাব, সামাজিক সংস্থা ও পূজা কমিটিকে এই শারদ সম্মানের আওতায় আনা হয়েছে।
বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান মেয়র দীপক মজুমদার। শারদ সম্মান অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী মনোজ কান্তি দেব এবং সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সহ অন্যান্য কাউন্সিলররা।