Friday, March 29, 2024
বাড়িরাজ্যত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের গণ অবস্থান

ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের গণ অবস্থান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর :  ১৬ দফা দাবিতে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে চার ঘণ্টার গণ অবস্থান অনুষ্ঠিত হয় শনিবার। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনি এলাকায় হয় গণ অবস্থান থেকে কর্মচারীদের দাবি-দাওয়া তুলে ধরা হয়। গণবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিক্ষক কর্মচারীদের বঞ্চনার পরিপ্রেক্ষিতে যে ১৬ দফা দাবি নিয়ে গণ অবস্থানের সমর্থন করে প্রদেশ কংগ্রেস।

গণ অবস্থানে রাজ্যের সমস্ত কর্মচারীবৃন্দকে এগিয়ে এসে দাবি পূরণের আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো জানান সরকারের প্রতিষ্ঠিত হলে কংগ্রেস সরকারি কর্মচারীদের স্বার্থে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন কার্যকর করা হবে, বকেয়া ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এছাড়াও যে দাবিগুলি রয়েছে সেগুলিও অত্যন্ত গুরুত্বের সাথে পূরণ করা হবে বলে জানান তিনি। প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা জানান, বিজেপি সরকার সবচেয়ে বেশি প্রতারণা করেছে রাজ্যের সরকারি কর্মচারীদের সাথে। সপ্তম বেতন কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পালন করে নি, অনিয়মিত কর্মচারীদের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করে নি। এছাড়াও বিভিন্ন ভাবে বঞ্চনা করেছে। এবং আজকে এই গণ অবস্থান এরপরও সরকার কোন সাড়া দেবে না। যতক্ষণ না পর্যন্ত এ সরকার পরিবর্তন হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়ে সংগঠনের এই ১৬ দফা দাবি গুরুত্বারোপ করে পূরণ করবে বলে আশা ব্যক্ত করুন শ্রী সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য