Sunday, January 26, 2025
বাড়িরাজ্যবিজেপি বনাম তিপ্রা মথার সংঘর্ষে আহত বহু

বিজেপি বনাম তিপ্রা মথার সংঘর্ষে আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর :  বিধানসভা নির্বাচন দৌড়গোড়ায়। এরই মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষের ঘটনাকে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সুরও চড়িয়ে ধিক্কার মিছিল সভা করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে ঋষ্যমুখ বিধানসভাকে কেন্দ্রের মতাই চম্পক নগরের করাইল্লা বাড়ি এলাকায় তিপ্রা মথা ও শাসক বিজেপি দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। তিপ্রা মথা দলের পক্ষ থেকে অভিযোগ দলীয় কর্মসূচি সেরে বাড়িতে যাওয়ার পথে নাকি তিপ্রা মথা কর্মীদের ওপর হামলা চালায় শাসক দল বিজেপি’র কর্মীরা। এই হামলার ফলে আহত হয় সুবল ত্রিপুরা, সম্রাট ত্রিপুরা, সুরেশ ত্রিপুরা নামে তিপ্রা মথার কর্মী। আহতদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসার পর সুবল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়। অপরদিকে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ রাজু ত্রিপুরা সহ পাঁচজন তিপ্রা মথা দল‌‌‌ ছেড়ে বিজেপিতে যোগদান করতেই নাকি মথার সন্ত্রাসের কবলে পড়ে তারা। এই সন্ত্রাসে পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছে। তারা মতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং উদয়পুর গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচন আসতে না আসতেই সুশাসনে রাজনৈতিক সন্ত্রাশের আবহের ঘটনায় একপ্রকার আতঙ্কের ছায়া বিরাজ করছে গোটা বিধানসভা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য