Friday, January 24, 2025
বাড়িরাজ্যস্কুল মাঠে মেলা বাতিল করার দাবিতে অভিভাবকদের রাস্তা অবরোধ

স্কুল মাঠে মেলা বাতিল করার দাবিতে অভিভাবকদের রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠে মেলার আয়োজনকে ঘিরে অভিভাবকরা সোমবার সকালে প্রতিবাদে সামিল হয়। তাদের দাবি স্কুল খোলা রেখে মাঠে মেলার আয়োজন করা যাবে না।

কারণ মেলার প্রস্তুতি ঘিরে গত ৪-৫ দিন ধরে মাঠের মধ্যে বিদ্যুতিক তার ঝুলন্ত অবস্থায় রয়েছে, এমনকি বিভিন্ন সামগ্রী যেভাবে স্কুল মাঠে পড়ে রয়েছে তাতে যে কোন সময় স্কুল পড়ুয়াদের দুর্ঘটনা ঘটতে পারে। এবং স্কুলের ভেতর শৌচালয় থেকে শুরু করে ক্লাস রুম গুলির অবস্থাও গত দুদিনে বেহাল দশায় পরিণত হয়েছে। এই বিষয়ে বিগত বছরও অভিভাবকরা শিক্ষক-শিক্ষিকাদের নজরে আনলে বিষয়টি এড়িয়ে যান। কিন্তু এ বছর আর তারা এ ধরনের গাফিলতি মেনে নিতে পারছে না। তাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রিনা বসাক কলই -কে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।

পরবর্তী সময় কোন ধরনের আশ্বাস না পেয়ে রাস্তা অবরোধে সামিল হয়। খবর পেয়ে ছুটে আসেন পূর্ব থানার পুলিশ। পুলিশ এসে কথা বলেন বিক্ষোভকারী অভিভাবকদের সাথে। অভিভাবকের দাবি করে স্কুল মাঠে কোন রকম ভাবে মেলা করা যাবে না। আর যদি মেলা করা হয় তাহলে কিছুদিন স্কুল বন্ধ রাখতে হবে। পরবর্তী সময় স্কুল ইনচার্জ মেলার নোটিশটি ঝুলিয়ে দেয়। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় শেষ পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে কর্মী ছুটে এসে স্কুলে প্রধান শিক্ষকের সাথে বৈঠকে বসেন। খবর লেখা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে নি সংশ্লিষ্ট দপ্তর এবং স্কুল কর্তৃপক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য