স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : গত ৩০ নভেম্বর চড়িলাম বাজারে রাজনৈতিক সন্ত্রাসে খুন হওয়া কৃষক সহীদ মিঞার বাড়িতে রবিবার গেলেন বাম কৃষক সংগঠনের এক প্রতিনিধি দল। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহীদ মিয়ার পরিবারের লোকজনদের সাথে কথা বলে সমবেদনা জানান।
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দা জনক। সারাদেশে কৃষকদের শহীদের তালিকায় নিয়ে যাওয়া হবে সহীদ মিঞার নাম। আসন্ন সম্মেলনে সহীদ মিঞার বিষয়ে উল্লেখ করা হবে। এবং এই ঘটনার পর পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সঠিকভাবে মামলা লিপিবদ্ধ করছে না। তাই সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনি পরামর্শ দাতাদের সাথে আলোচনা করে আদালতে যাওয়া হবে। যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।