স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : মিড ডে মিল কুক, কাম হেল্পারদের সাম্মানিক ৫০০ টাকা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বিবেকানন্দ বিচার মঞ্চ মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে এক ধন্যবাদ মিছিলে আয়োজন করা হয়।
শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মিড ডে মিল ওয়ারকাররা। এদিন মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি জানান রাজ্যে মিড ডে মিল ওয়ার্কারদের দীর্ঘদিনের দাবি ছিল সাম্মানিক বৃদ্ধি করার জন্য। কিন্তু এই রাষ্ট্রবাদী সরকারের মন্ত্রী রতন লাল নাথ সাম্মানিক ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণার করার দিন বলেছিলেন কোন ধরনের দাবি ছাড়াই ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। মিড ডে মিল কর্মীদের নিয়ে কার বক্তব্য সঠিক তা জানা নেই আপামর জনগণের। তবে সাম্মানিক বৃদ্ধি পেয়ে বর্তমানে ২০০০ টাকা হয়েছে। এ দিন ধন্যবাদ মিছিলে পা মেলায় রাজ্যের শিক্ষক শিক্ষিকারাও।