স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : ফের সিপাহীজলা জেলার সোনামুড়ার এন সি নগর এলাকায় বি এস এফ -এর সাথে স্থানীয়দের সমস্যা। ক্ষুব্ধ হয়ে সোমবার এলাকাবাসী সোনামুড়া থেকে বক্সনগর সড়ক অবরোধ করে এন সি নগর এলাকায়। জানা যায় সোনামুড়া থানাধীন এন সি নগর গ্রামের ৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের যাওয়ার রাস্তার মুখে বিএসএফ নজরদারিতে বসে থাকে।
সীমান্ত এলাকায় কাটাতার না হওয়ায় এই রাস্তা দিয়ে জাতায়েত করতে হলে বি এস এফ-র অনুমতি নিতে হয়। এমনকি কোন সামগ্রী ক্রয় করে নিয়ে যেতে হলে বি এফ এফ জওয়ানদের হয়রানীর মুখে পড়তে হয় তাদের। সন্ধ্যায় এই সড়ক দিয়ে চলাচল করা দুরহ হয়ে পড়ে। আত্মীয় স্বজন এলে তাদের দীর্ঘ সময় দাড় করিয়ে রাখা হয়। বৈধ পরিচয় পত্র দেখে ছাড়া হয়। হুমকী দেওয়া হয় গুলি করে দেওয়ার। গ্রামের প্রধানকে হেনস্থা করে বি এস এফ জওয়ানরা। ছিড়ে ফেলা হয় বৈধ পরিচয় পত্র। এই অভিযোগ তুলে এদিন সড়ক অবরোধ করে বাসিন্দারা। দীর্ঘ তিন ঘন্টা ধরে চলে অবরোধ। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়, ডিসিএম সহ অন্যান্যরা। স্থানীয়দের অভিযোগ সম্পর্কে অবগত হন তারা। বিএসএফ আধিকারিক এর সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এরপর পথ অবরোধ মুক্ত হয়।