স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ড ‘র কাউন্সিলর সুব্রত মজুমদার। তাকে শপথ বাক্য পাঠ করান কমলপুরের এস ডি এম লালরিংনেতা ডারলং।
উপস্থিত ছিলেন খাদ্য ও নগরন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব ও কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উল্লেখ্য, গত ২৩ জুন ৪৬ সুরমা কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান স্বপ্না দাস পাল। ২৬ জুন হয় উপনির্বাচনের ফলাফল। স্বপ্না দাস পাল জয়ী হয়। স্বাভাবিক ভাবে নগরের ভাইস চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়। তাই ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাবেন সুব্রত মজুমদার। এদিন এছাড়া নগর পঞ্চায়েতের সদস্যরাও উপস্থিত ছিলেন।